শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » স্বামী আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের খোঁজে সরকারি দপ্তরে দপ্তরে ঘুরছেন


স্বামী আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের খোঁজে সরকারি দপ্তরে দপ্তরে ঘুরছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০২১

ডেস্ক রিপোর্টঃ

ঠিকানা ধরে মঙ্গলবার সন্ধ্যায় পল্লবীর লালমাটিয়া এলাকায় গিয়ে জানা গেল, ওই বাসায় সাবিকুন্নাহার নেই; স্বামী আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের খোঁজে সরকারি দপ্তরে ঘুরছেন।
‘ঢাকার পথে নিখোঁজ’ রংপুরের যুবক, থানায় জিডি ওই বাসাটির নীচতলার দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একটি বালিকা মাদ্রাসার কার্যক্রম চলছে। এর মূল উদ্যোক্তা ইসলামী বক্তা হিসেবে পরিচিত আবু ত্ব-হা মোহাম্মদ আদনান, যিনি প্রায় আটদিন ধরে তিন সঙ্গীসহ নিখোঁজ রয়েছেন।

স্বামীর খোঁজে স্থানীয় থানা থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ সদর দপ্তর, র‌্যাব সদর দপ্তর সব জায়গাতেই ঘুরেছেন বলে জানালেন আদনানের দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার। কোথাও আশা পেয়েছেন; কোথাও কোনো পাত্তাই পাননি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাবিকুন্নাহার যে চিঠিটি জমা দিয়েছেন, তাতে তিনি লিখেছেন, গত ৮ জুন রংপুর থেকে একটি ব্যক্তিগত গাড়িতে (ঢাকা মেট্রো গ ৩৩-৪৩৪২) ঢাকার উদ্দেশ্যে রওনা দেন আদনান। তার সঙ্গে ছিলেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজ। গাড়িটিসহ এদের চারজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অনলাইনে আদনানকে নিয়ে ভাসছে নানা কথা-বার্তা।

সাবিকুন্নাহার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ বলছে তাকে মেরে ফেলা হয়েছে। কেউ বলছেন তাকে পাওয়া গেছে। এসব নানা গুজবের মধ্যে স্বামীকে ফিরে পেতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাবিকুন্নাহার।

খেলোয়াড় থেকে ইসলামী বক্তা

রপুরের এক সময়কার ক্রিকেট খেলোয়াড় আফসানুল আদনান ত্ব-হা পড়াশোনা করেছেন কারমাইকেল কলেজে। এখন তিনি ধর্মীয় বক্তা হিসেবে জনপ্রিয়; তার ফেইসবুকে পেইজের অনুসারীর সংখ্যা ৫২ হাজার।

সাবিকুন্নাহার বলেন বলেন, “ধর্মীয় মতবাদ নিয়ে আলেমদের একটি পক্ষের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়। এসব কারণে তিনি পরিচিত আলেমদের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া পাননি। বরং সাধারণ মানুষ ও অনুসারীরা আদনানকে ফিরে পেতে অনলাইনে অনেক বেশি সোচ্চার।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি