শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৬.২০২১

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির তালুকদার (৪৪) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে রাত আনুমানিক দেড়টায় দিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস।

তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ধানমন্ডি ৭ নম্বর রোডে ঢাকা ব্যাংকের সামনে মিরপুর রোডে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় রাস্তায় পড়েছিলেন এই পুলিশ সদস্য। পাশেই পড়েছিল একটি বাইসাইকেল ও টেবিল ফ্যান। সে সময়ে বৃষ্টি হচ্ছিল। সংবাদ পেয়ে সেখান থেকে রাত আনুমানিক সাড়ে ১২টায় দিকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কোন গাড়ি এ ঘটনাটি ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই পলাশ বিশ্বাস।

মিরপুর জোনের এসি (পেট্রোল) ওমর ফারুক বলেন, ‘পুলিশ কনস্টেবল বশির তালুকদার তার বডিগার্ড ছিলেন। পটুয়াখালী জেলার ধুমকী উপজেলার কান্তিকপাশা গ্রামের মৃত মুক্তিযুদ্ধা আলতাফ তালুকদারের ছেলে। বর্তমানে মিরপুরে থাকতো। ’

তিনি বলেন, ‘বশির তার ব্যক্তিগত কাজে রাতে বের হয়েছিল। যতটুকু জানতে পেরেছি, সে টেবিল ফ্যান আনতে গিয়েছিল। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়েছে। ’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি