বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ত্ব-হার কথা গোপন রাখায় চাকরি হারালেন বন্ধু সিয়াম


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০২১

ডেস্ক রিপোর্টঃ

আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে আশ্রয় দেওয়া এবং তার কথা গোপন রাখায় বন্ধু সিয়াম ইবনে শরীফকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি রংপুরে বেসরকারী একটি কোম্পানিতে মানবসম্পদ (এইচআর) বিভাগে কর্মরত ছিলেন। গতকাল রোববার দুপুরে সিয়াম নিজেই চাকরি হারানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ত্ব-হা ইস্যুতে গত শনিবার তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

এর আগে, আত্মগোপনে থেকে আলোচিত আবু ত্ব-হা তার দুই সঙ্গী ও গাড়িচালককে নিয়ে বন্ধু সিয়ামের গ্রামের বাড়ি গাইবান্ধার ত্রিমোহনীতে আটদিন ছিলেন বলে জানায় পুলিশ। এ ঘটনার জেরেই সিয়ামকে চাকরিচ্যুত করেছে কোম্পানিটি।

নাম না প্রকাশের শর্তে ওই কোম্পানির এক কর্মকর্তা জানান, সিয়ামের বাড়িতে ত্ব-হার ‘আত্মগোপনে’ থাকা এবং সে নিখোঁজ থাকাকালে তাকে উদ্ধারের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার অপরাধে সিয়ামকে চাকরিচ্যুত করা হয়েছে।

এ বিষয়ে সিয়াম বলেন, আমার বন্ধু আবু ত্ব-হাসহ চারজন গাইবান্ধায় আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, এটা আমাকে জানানো হয়নি। এ কারণে ত্ব-হার নিখোঁজ হওয়ার সংবাদে আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। তাই অন্যান্য বন্ধুদের মতোই ত্ব-হার সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়েছিলাম।

প্রসঙ্গত, গত ১০ জুন ইসলামি বক্তা হিসেবে পরিচিত আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন বলে পরিবার দাবি করে। এ ঘটনায় রংপুর কোতয়ালি থানায় একটি জিডি করা হয়। তার সন্ধানের দাবিতে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন বন্ধু-স্বজনসহ সাধারণ মানুষ। বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবেও আলোচিত হয়।

নিখোঁজের আট দিন পর গত শুক্রবার দুপুরে তার দুই সঙ্গীসহ রংপুর নগরীর চারতলা এলাকায় মাস্টারপাড়া মহল্লায় শ্বশুর আজহারুল ইসলামের বাড়িতে আসেন তিনি। খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ আবু ত্ব-হা আদনানসহ তিনজনকে নগরীর সেন্ট্রাল রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদে আবু ত্ব-হা আদনান জানান তিনি স্বেচ্ছায় গাইবান্ধার ত্রিমোহনীতে বন্ধু সিয়ামের বাসায় আত্মগোপনে ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি