শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী তিনদিন বহাল থাকবে বৃষ্টিপাত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০২১

আবহাওয়া ডেস্কঃ

রোদ আর মেঘের লুকোচুরি খেলা, আবার তা সরে গিয়ে স্থান করে নিচ্ছে বৃষ্টি। প্রকৃতিতে এখন আবহাওয়ার এমন রূপ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আবহাওয়ার এমন অবস্থা আগামী কয়েকদিন থাকবে। এর মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা কমবে।

মঙ্গলবার (৬ জুলাই) আষাঢ়ের ২২ তারিখ। রাজধানী ঢাকা বলতে গেলে সোমবার থেকেই বৃষ্টিহীন। যদিও গভীর রাতে এক পশলা বৃষ্টির দেখা মিলেছিল। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আকাশে মেঘ রয়েছে, বেলা বাড়তে রোদও উঠেছে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিনদিন বৃষ্টিপাতের এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি