বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লকডাউনে ২ জন সঙ্গী নিয়ে ‘হোম ডেলিভারি’তে ইয়াবা বিক্রি করতো আরিফ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের মিস্ত্রিপাড়া এলাকার তালিকাভুক্ত মাদক বিক্রেতা মো. আরিফ (৩৩)। করোনার আগে ভাসমান মানুষের কাছে তিনি মাদক বিক্রি করতেন। এ জন্য তার বিরুদ্ধে দুটি মামলাও হয়েছে।

তবে করোনায় লকডাউন পরিস্থিতিতে তিনি বদলেছেন ব্যবসার ধরন। এখন তিনি হোম ডেলিভারির মাধ্যমে ইয়াবা বিক্রি করেন। এ জন্য তিনি দলে আরও দুইজন সঙ্গী রেখেছেন। যারা মোবাইলে, ইমু কিংবা মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার নেয়। ডেলিভারি দেয় আরিফ নিজে গিয়ে।

কিন্তু ব্যবসার ধরন পাল্টিয়েও তার শেষ রক্ষা হয়নি। ইয়াবার অর্ডার পৌঁছে দিতে গিয়ে ধরা পড়ে যায় পুলিশের জালে। আর তাকে যেতে হয় শ্রীঘরে।

বৃহস্পতিবার ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (​ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি জানিয়েছেন। এর আগে গতকাল বুধবার রাতে নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী বরফকল চারিয়াপাড়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া জেবল আহম্মদের বাড়ির মৃত মো. ইসহাকের ছেলে।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, আরিফ মিস্ত্রিপাড়ার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তিনি গত রতে এক বাসায় ২০ পিস ইয়াবার অর্ডার পৌঁছে দিতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় চৌমুহনী বরফকল চারিয়াপাড়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আরিফ জানিয়েছে, করোনায় বিভিন্ন সময় লকডাউন দেয়ার ফলে রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করা ঝুঁকিপূর্ণ। তাই অর্ডার নিয়ে বাসায় বাসায় পৌঁছে দিচ্ছিল ইয়াবা।

আরিফের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি