মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনার ভয়ংকর রূপ: একদিনে শনাক্ত ৯৬৪, মৃত্যু ১৪ জনের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৭.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাড়াল ৬৯৯ জনে। এছাড়া আজকের করোনায় রেকর্ডসংখ্যক ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৩২৮ জনে।

জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃতদের মধ্যে কুমিল্লা নগরী, সদর ও চান্দিনায় ২ জন , চৌদ্দগ্রাম, দেবিদ্বার, মনোহরগন্জ, মুরাদনগর ও নাঙ্গলকোটে ১ জন করে এবং বরুড়ায় ৩ জন । নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনে ২৮১ জন, আদর্শ সদরে ৩১ জন , সদর দক্ষিণে ১৯ জন , বুড়িচংয়ে ৫১ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৮ জন , চান্দিনায় ১৭ জন, চৌদ্দগ্রামে ৬৬ জন , দেবিদ্বারে ৩৫ জন , দাউদকান্দিতে ৯০ জন, লাকসামে ৫৯ জন, লালমাইতে ১১ জন , নাঙ্গলকোটে ৪৩ জন , বরুড়ায় ৪৪ জন , মনোহরগঞ্জে ২৮ জন , মুরাদনগরে ৮৪ জন , মেঘনায় ২১ জন , তিতাসে ১৪ জন এবং হোমনায় ৩২ জন রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি