মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় আটক


বঙ্গোপসাগরে অনুপ্রবেশের অভিযোগে মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে মাছ ধরার ট্রলারসহ ১৩ ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (৩ আগস্ট) সকালে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ডের সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ আহরণের সময় ‘মা-বাবার আশির্বাদ-১২’ নামের একটি ট্রলারসহ ১৩ ভারতীয়কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি