বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মেঘনার জোয়ারে ভেসে এলো শিশুর অর্ধগলিত মরদেহ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনার জোয়ারে অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ ভেসে এসেছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চর আবদুল্যাহ ইউনিয়নের চরগজারিয়া গ্রামে জোয়ারের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। সন্ধ্যা ৬ টা পর্যন্ত মরদেহটি কেউ উদ্ধার করেনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জোয়ারে ভেসে আসা কচুরিপানার সঙ্গে মরদেহটি আটকে আছে। দুপুরে স্থানীয়রা দেখে রামগতি থানায় খবর দেয়। পরে পুলিশ বিষয়টি বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়িকে অবিহিত করে। ২-৩ দিন আগে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

চর আবদুল্লাহ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বলেন, দুপুরে মরদেহটি ভাসতে দেখা যায়। এখনো কেউ উদ্ধার করেনি। থানায় খবর দেওয়া হয়েছে।

বড়খেরি নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, চর আবদুল্লাহ উপজেলার নদী বেষ্টিত বিচ্ছিন্ন এলাকা। ট্রলারে করে সেখানে যেতে হয়। আমরা ঘটনাস্থল যাচ্ছি। মরদেহ উদ্ধারের পর বিস্তারিত জানানো যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি