শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আরও ১০ কোটি চীনা টিকা কিনবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

কোভ্যাক্সের মাধ্যমে সিনোফার্ম-সিনোভ্যাকের প্রায় ১০ কোটি চীনা টিকা কিনবে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ সরকার ১০ কোটি ৪০ লাখ টিকা কিনবে। সেটা সম্ভব হলে কোভ্যাক্স থেকে বিনামূল্যে ও কেনা টিকা মিলিয়ে ১৬ কোটি ৫০ লাখ টিকা সংগ্রহ করা সম্ভব হবে।

এছাড়াও কোভ্যাক্স থেকে বাংলাদেশ ৬ কোটি টিকা বিনা মূল্যে পাবে। ইতোমধ্যেই বাংলাদেশ কোভ্যাক্স থেকে ১ কোটি ২৫ লাখ টিকা পেয়েছে। এ পর্যন্ত উপহার ও কেনা টিকা নিয়ে মোট ৪ কোটি ৩ লাখ ৬০০ টিকা পেয়েছে বাংলাদেশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি