বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লাতে নোকিয়ার নতুন পণ্য উন্মোচন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২১

ডেস্ক রিপোর্ট:

নোকিয়া মেইড ইন বাংলাদেশ এর প্রথম ফোন হিসেবে নোকিয়া ৩.৪(এনড্রয়েড) লাঞ্চিং প্রোগ্রাম উপলক্ষ্যে কুমিল্লাতে আনন্দ রেলি ও রেফেল ড্র এবং কেক কাটা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

বিশ্বখ্যাত ব্র্যান্ড নোকিয়া এর ৩.৪ এনড্রয়েড (৪/৬৪) মেইড ইন বাংলাদেশ এর লাঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার কুমিল্লা সিএমপিএল, এইচএমডি ও এক্স-ডিস্ট্রিবিউশন এর যৌথ আয়োজনে আনন্দরেলি ও দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় আনন্দ রেলিটি শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খন্দকার হক টাওয়ার মার্কেটের মোবাইল মার্কেটে এসে মিলিত হয়। পরে এখানে রেফেল ড্র এবং কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

উপস্থিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন নোকিয়া’র প্রতিনিধি হেড অব সেলস মামুন খান, এক্স-ডিস্ট্রিবিউশন এর সত্বাধিকারি জনাব মোঃ জাহাঙ্গীর আলম,কুমিল্লা সিনিয়র এরিয়া সেলস্ ম্যানেজার মোঃ আল-আমিন এবং টেরিটোরি সেলস্ ম্যানেজার মোঃ ইউনুস মিয়া সহ কুমিল্লার সকল নোকিয়া রিটেইলারগণ । পরে রেফেল ড্র-তে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরুণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি