বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা


কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৯.২০২১

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এবার নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন।

কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন খ্যাতিমান এই চিকিৎসক।

অন্য দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থিতা প্রত্যাহার করায় এবং আরেকজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী প্রাণ গোপালের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার সোমবার সকালে প্রাণ গোপাল দত্তকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। প্রার্থী নিজেও এ সময় উপস্থিত ছিলেন।”

কুমিল্লায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন প্রাণ গোপাল

চান্দিনা উপজেলা নিয়ে গঠিত এ আসনের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার মো. আলী আশরাফ গত ৩০ জুলাই মারা যান।

তিনি এই আসন থেকে পাঁচবার এমপি হয়েছিলেন। তার মৃত্যুর পর ২ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন রাখা হয়েছিল, এখন আর তার প্রয়োজন পড়ছে না।

রিটার্নিং কর্মকর্তা জানান, এ নির্বাচনের জন্য ছয়জন মনোনয়নপত্র নিলেও অন্য দুইজন জমা দেননি।

যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে ন্যাপ প্রার্থী মনিরুল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী লুৎফর রেজা খোকন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এছাড়া গত ১৪ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী ছালেহ ছিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

নিয়ম অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হয়। এরপর সোমবার গণবিজ্ঞপ্তি জারি করে একমাত্র প্রার্থকে বিজয়ী ঘোষণা করা হল।

প্রাণ গোপাল দত্ত নাক, কান, গলার রোগের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসা সেবার জন্য তিনি ভূষিত হয়েছেন স্বাধীনতা পুরস্কারে, প্রধানমন্ত্রীর চিকিৎসক হিসেবেও নাম কুড়িয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি