শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » এসএসসি, দাখিল ১৪ নভেম্বর, ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু


এসএসসি, দাখিল ১৪ নভেম্বর, ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০২১

শিক্ষা ডেস্ক:

চলতি বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ সোমবার এই দুই পরীক্ষার সময়সূচির অনুমোদন দেওয়া হয়।

সূচি অনুযায়ী, এসএসসি পরীক্ষার তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর। অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর।

পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে।

সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১ টা এবং দুপুর ২ টা থেকে বিকেল সাড়ে তিনটা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়। এবার করােনার কারণে এসব পরীক্ষা পিছিয়ে নভেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে নিয়মিত এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ডিসেম্বরে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি