শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৯.২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে এখন পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর চারজন প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন। সর্বশেষ আক্রান্ত হলেন পেদ্রো গুইমারাস। ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণের পরেও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজেই করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন পেদ্রো। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বোলসোনারোর প্রতিনিধি দলে ছিলেন।

তবে পেদ্রো জানিয়েছেন, তার দেহে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। জাতিসংঘের অধিবেশন শেষ করে বুধবার দেশে ফেরার পর থেকেই তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন।

এদিকে, নিউইয়র্কে থাকাকালীন সময়েই করোনা পজিটিভ হওয়ায় সেখানেই কোয়ারেন্টাইনে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মারসেলো কুয়েইরোগা।

স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় বোলসোনারোর সঙ্গে যাওয়া প্রায় ৫০ জনের প্রতিনিধি দলের সবাইকে আগামী কয়েকদিন বাড়িতেই আইসোলেশনে থাকতে হচ্ছে।

এদিকে প্রেসিডেন্ট বোলসোনারো এবং তার প্রতিনিধি দলকে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক আনভিসা।

এর আগে বোলসোনারো বলেন, তিনি ভ্যাকসিন নেবেন না কারণ তার এরমধ্যেই করোনা হয়ে গেছে এবং তার শরীরে অ্যান্টিবডিও তৈরি হয়ে গেছে। তাই তার দ্বিতীয়বার করোনা হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রতিদিনই তার করোনার টেস্ট করা হবে। করোনা পজিটিভ ধরা পড়লে তিনি শুধু আইসোলেশনেই থাকবেন বলে জানানো হয়েছে। রোববার বোলসোনারো জানিয়েছেন, তার করোনা নেগেটিভ এসেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি