বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০২১

স্টাফ রিপোর্টার:

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২১ পালিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক শওকত ওসমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সোহান সরকার, সহকারী কমিশনার নাসরিন সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার প্রশিক্ষণ কর্মকর্তা মো: সিরাজ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, বিসিক কুমিল্লার উপ-মহাব্যবস্থাপক মিরাজ উদ্দিন, পাবন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান শাফায়েত আলম খান৷

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: আল-আমিন সরকার৷

এসময় বিভিন্ন ব্যবসায়ী এবং জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । উক্ত আলোচনা সভায় বক্তারা “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উৎপাদনশীলতা” জেলার বিভিন্ন ব্যবসা, উৎপাদন, সম্ভাবনা, বিভিন্ন বিষয়ে নিয়ে গুরুত্ব আরোপ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি