বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় কিশোরী হত্যাকাণ্ডে জড়িত ৪ আসামী গ্রেপ্তার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০২১

চান্দিনা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় কিশোরী সালমা আক্তার হত্যাকাণ্ডের মূল হোতা পিতা সোলেমান ব্যাপারীসহ চার আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ । এর আগে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পর হত্যা মামলার বাদী নিহতের পিতাসহ ৭ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। গত রবিবার গ্রেপ্তারকৃত তিন আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । ঘটনার মূল হোতা কিশোরী সালমা আক্তারের পিতা সোলেমান ব্যাপারী (৪৫) অসুস্থ থাকায় তাকে পুলিশী হেফাজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তারকৃত বাকি তিনজন হলো, চান্দিনার কংগাই গ্রামের মৃত আদম আলী’র ছেলে আব্দুল বাতেন (৫২), একই গ্রামের মৃত আদম আলী’র ছেলে লোকমান হোসেন (৩৫), মৃত আব্দুল মোনাফ মান্নান এর ছেলে সফিউল্লাহ (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর চান্দিনার বসন্তপুর ভূইয়াপাড়া গ্রামের একটি পুকুর থেকে কিশোরী সালমা আক্তারের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধারের পর নিহতের পিতা সোলেমান ব্যাপারী বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। ওই মামলার রহস্য উদঘাটন করে দেখা যায় প্রতিপক্ষ ভাতিজাদের মামলায় ফাঁসাতে কিশোরী সালাম আক্তারকে তার পিতা সোলেমান ব্যাপারীসহ সাতজন পরিকল্পিত ভাবে খুন করে। ঘটনার সঙ্গে জড়িত দুই আসামীকে গ্রেপ্তারের পর মামলার মোড় ঘুরে যায়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কিশোরী সালমা হত্যার পর নিহতের পিতা বাদী হয়ে যে মামলা দায়ের করেছেন ওই মামলার তদন্ত কর্মকতা উপ-পরিদর্শক সুজন দত্ত। মামলার রহস্য উদঘাটনের পর এস.আই সুজন দত্ত বাদী হয়ে আরো একটি মামলা করেছেন। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ঘটনার পর যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেও নতুন মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি