ডেস্ক রিপোর্টঃ
দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে রাজধানীর খিলক্ষেত থেকে জয়দেব চন্দ্র দাস (২৫) নামে সদ্য পাস করা এক চিকিৎসকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে নিকুঞ্জ ২-এর ১৫ নম্বর রোডের ৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই চিকিৎসক মেসে থাকতেন। আজ সকালে তার খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে।
ওসি আরও বলেন, তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছেন এখনও স্পষ্ট নয়।মেসের আর কোনো সদস্য না থাকায় তার পরিচয় সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহের আলামত সংগ্রহ শেষে সুরতহাল করা হবে। এরপর পাঠানো হবে ময়নাতদন্তের জন্য।
এর আগে গত সপ্তাহে নিকুঞ্জ থেকে মাহফুজা আক্তার মুন্নি (২৫) নামে এক চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।