বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পূজামণ্ডপে হামলা: ৮ মামলায় আসামি ৭৯১,গ্রেফতার ৪৩


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় হামলার ঘটনায় বিভিন্ন থানায় আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হয়ে। এরমধ্যে কোতোয়ালী মডেল থানায় পাঁচটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি ও দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে। ৯১ জনের নাম উল্লেখ করে মামলায় ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এপর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় কোরআন অবমাননায় একটি, ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা হয়েছে। এসব মামলায় ৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় পুলিশ ও পূজামণ্ডপে হামলার ঘটনায় পৃথক দুইটি মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৬০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। দুইটি মামলায় গ্রেফতার করা হয়েছে চারজনকে।

অপর দিকে দাউদকান্দিতে পূজামণ্ডপে হামলার ঘটনায় গৌরাঙ্গ ভৌমিক নামে এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা করেন। তবে এ মামলায় এখনো পর্যন্ত কেউ আটক হননি।

এ বিষয়ে কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মো. মনির আহমেদ বলেন, এসব মামলায় এ পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি