শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন-পরশ ভাসানী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২১

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা টাউন হলের সামনে আজ  মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত রাজনৈতিক দল প্রগতিশীল ন্যাপের কুমিল্লা জেলা শাখার উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানীর নাতী ও প্রগতিশীল ন্যাপের কেন্দ্রীয় আহ্বায়ক পরশ ভাসানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতশীল ন্যাপের কেন্দ্রীয় সদস্য সচিব মোহাম্মদ আলী কিসমত।

কুমিল্লা শাখার সমন্বয়ক শেখ মো: মনসুর আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন প্রগতিশীল ন্যাপের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মিয়া আলাউদ্দিন। এছাড়াও ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী আলিফ মেরাজের নেতৃত্বে ছাত্র নেতৃবৃন্দ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে পরশ ভাসানী বলেন, কিছু দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের কারণে আজ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পথে যা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের চেতনা বিরোধী । আমরা ধর্ম অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই । প্রয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ নীতিমালা প্রকাশ করতে হবে এবং ভবিষ্যতে এই ধরনের দুষ্কৃতকারীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধন থেকে নেতৃবৃন্দরা দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি