শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


কাতারে শেখ রাসেলের জম্মদিন উদযাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০২১


ইউসুফ পাটোয়ারী লিংকন :
কাতার বঙ্গবন্ধু পরিষদ আল ওয়াকরা শাকার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন হয়েছে।

২৩ শে অক্টোবর রাতে বন্দর নগরী আল ওয়াকরা স্থানীয় একটি হল রুমে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় ।

কাতার যুবলীগের সাধারন সম্পাদক এম নাছির উদ্দিন চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আবদুল কাদের । প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব হাসান মাবুদ।

বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কাতার শাখার সভাপতি কমরেড ইসমাইল হোসেন, শিল্পনগরী সানাইয়া শাখার সভাপতি সেলিম উদ্দিন, রূপসী বাংলা সাংস্কৃতিক জোট কাতার শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, আমানত খান সহ আরো অনেকে।

বঙ্গবন্ধু পরিষদ কাতার ওয়াকরা শাখার নতুন কমিটি অনুমোধন দিয়েছে কেন্দ্রীয় কমিটি এতে আব্দুল কাদেরকে সভাপতি এবং আমানত খানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন চৌধুরী।

আলহাজ্ব হাসান মাবুদ বলেন, শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। প্রতি বছর ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস পালনের মাধ্যমে ভবিষ্যত বাংলাদেশের কর্ণধার শিশু-কিশোরদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ রাসেলের স্মৃতি অম্লান থাকবে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি শিশুকে শেখ রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে, যেন তারাই গড়ে তুলতে পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।
এরপর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলসহ সকল শহিদের আত্মার শান্তি কামনা ও দেশ ও জাতির শান্তি কামনা করে মোনাজাত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি