বৃহস্পতিবার,১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইকবালকে নিয়ে অভিযান হনুমানের সেই গদা উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০২১

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে হনুমানের মূর্তির উপর পবিত্র কোরআন রেখে ইকবাল হোসেনের নিয়ে আসা গদাটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে দারোগাবাড়ি মাজার সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশের একটি ভবনের দেয়াল ঘেঁষা ঝোপ থেকে অভিযান চালিয়ে গদাটি উদ্ধার করে। অভিযানকালে ইকবালকে সঙ্গে নিয়ে আসে পুলিশ। এসময় তার দেখানো জায়গা থেকে গদাটি উদ্ধার করা হয়। এসময় সিআইডির একটি ফরেনসিক টিম গদা থেকে আঙ্গুলের ছাপ ও এর আশপাশে পাওয়া অন্যান্য বস্তু উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করে।

গত ১৩ই অক্টোবর শারদীয় দুর্গাপূজা চলাকালে নানুয়া দীঘির পাড়ের মণ্ডপে হনুমানের মূর্তির পর পবিত্র কোরআন শরীফ রেখে মূর্তির গদাটি নিয়ে যায় ইকবাল হোসেন। গদাটি হাতে নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর গদাটি ফেলে দেয় ইকবাল। পূজামণ্ডপে কোরআন রাখা ও গদা নিয়ে ঘোরাঘুরির চিত্র ধরা পড়ে বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজে। এসব ঘটনার পর ইকবাল কুমিল্লা ছেড়ে পাড়ি জমায় কক্সবাজারে।

গত ২১ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেপ্তার হয় ইকবাল। পরে ইকবালসহ এ মামলার চার আসামিকে কুমিল্লার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেক আসামির ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার অন্যতম আসামি ইকবাল হোসেন জানান, পূজামণ্ডপে হনুমানের কোলে কোরআন রেখে হাত থেকে গদাটি নিয়ে এসে দারোগাবাড়ি মাজার মসজিদের পাশের একটি ঝোপে ফেলে দেন। রাতে অভিযানের সময় ইকবালকে মাজারের পাশে নিয়ে যাওয়া হলে তার দেখানো জায়গা থেকে হনুমানের গদাটি উদ্ধার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিমসহ জেলা পুলিশ, সিআইডি ও গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি