শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় আটক ৬


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০২১

ডেস্ক রিপোর্ট:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ৬

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ ১৭ টি নথি গায়েবের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।

রবিবার (৩১ অক্টোবর) সচিবালয় থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জোসেফ, আয়শা, বাদল, বারী, মিন্টু, ফয়সাল।

এর আগে, তদন্তের সময় সবার আঙ্গুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। দুপুর ১২ টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি