বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা,চরম চাপে পড়বে সাধারণ মানুষ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তাই জনস্বার্থে ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম কমানোর দাবি ব্যবসায়ীদের।

বিশ্লেষকরা বলছেন, তেলের দাম বাড়ায় শিল্পখাতে প্রায় সাড়ে ৪ শতাংশ উৎপাদন খরচ বাড়বে; যার প্রভাবে শিগগিরই হয়তো প্রায় সব ধরনের জিনিসপত্রের দাম বাড়বে। এতে চরম চাপে পড়বে সাধারণ মানুষ।

ইতোমধ্যে তেলের দাম বৃদ্ধি করায় বাস ও লঞ্চের ভাড়া বেড়েছে। সামনের দিনগুলোতে পরিবহন ব্যয় ও পণ্যের উৎপাদন খরচও বাড়বে। এতে উদ্যোক্তা বা পরিবহন মালিকদের কোনো ক্ষতি না হলেও খেসারত সাধারণ মানুষকেই দিতে হবে।

ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘটকারীরা তাদের দাবি আদায় করেছেন। কিন্তু বিপদে পড়বে শিল্প, কৃষি খাতগুলো; যা জনগণকে হতাশ করেছে।

শুধু তাই নয় সরকারে এমন সিদ্ধান্তে শঙ্কিত রপ্তানিকারকরাও। এমনিতেই আন্তর্জাতিক বাজারে গার্মেন্টস ছাড়া অন্য পণ্যের রপ্তানি বাড়েনি। এর মধ্যে বাড়তি পণ্য পরিবহন ও উৎপাদন খরচ যুক্ত হলো। যেটা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলবে বলেও মনে করছেন বিশ্লেষকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি