শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১১.২০২১

মো. জামাল উদ্দিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বারে নানা আয়োজনের মধ্য দিয়ে যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।আজ বেলা ১১টায় ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু হয় যুবলীগের। বহু চড়াই উৎরাই পেরিয়ে সংগঠনটি আজ পা রেখেছে ৫০ বছরে। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ সেই লক্ষ্যকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছে।

দেবিদ্বার উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানীর সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন রাজু, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, সাবেক জিএস আবুল খায়ের, মো. আবদুল মান্নান মোল্লা, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক মো. মশিউর রহমান সুমন, পেরৈ যুবলীগের সভাপতি মো. কামরুল খালেদ সুমন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. শাহাদাৎ হোসেন মিঠু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেলসহ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতিবৃন্দ।

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি দেবিদ্বার উপজেলা সদরের গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিন করে উপজেলা চত্ত্বরে গিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি