শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২


টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

এক কিশোরীকে টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলার মূল অভিযুক্ত দিনারের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার প্রধান আসামির সহযোগী মেহেদী হাসান মাহিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

এদিন দুই আসামিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মূল অভিযুক্ত আসামি দিনারের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি মাহিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার ধারাবাহিক অভিযান চালিয়ে খিলগাঁও ও বনানী থেকে মাহি ও দিনারকে গ্রেফতার করে সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। এ ঘটনায় উদ্ধারকৃত ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের হারিয়ে যাওয়া সংক্রান্তে ৮ নভেম্বর তার ভাই হাতিরঝিল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেই নিখোঁজ জিডির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তদন্তকালে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা হতে ভিকটিমকে উদ্ধার করা হয়। এরপর ভিকটিমের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা হতে মূল অভিযুক্তের সহযোগী মাহিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে মূল অভিযুক্ত দিনারকে গ্রেফতার করে পুলিশ।

আরও জানা যায়, একটি অসাধু চক্র পরস্পর যোগসাজশে উঠতি বয়সী মেয়েদের সঙ্গে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে। তাদের টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে। অতঃপর তাদের আপত্তিকর ছবি ও ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি