শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পদ্মায় ধরা ১৮ কেজির এক কাতল ১৭০০ টাকা কেজি দরে বিক্রি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ। মাছটি এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রোববার সকালে দৌলতদিয়া ৭নং ফেরিঘাট এলাকায় জেলে নিরাঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, রোববার জেলে নিরঞ্জন হালদারের কাছ থেকে এক হাজার ৬০০ টাকা কেজিদরে ২৮ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৭০০ টাকা কেজিদরে ৩০ হাজার ৬০০ টাকায় বিক্রি করে দেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার তাজা মাছের দেশব্যাপী অনেক চাহিদা। তাই সবসময় চেষ্টা করি বেশি দাম দিয়ে হলেও মাছগুলো কিনে রাখার। রোববার সকালে কাতল মাছ কিনেছি, পরে সামান্য লাভ রেখে মাছটি বিক্রি করে দিয়েছি বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি