শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » নতুন জামা কিনতে ক্রাইম পেট্রোল দেখে অপহরণ, ২ কিশোরের হাতে প্রাণ গেল শিশুর


নতুন জামা কিনতে ক্রাইম পেট্রোল দেখে অপহরণ, ২ কিশোরের হাতে প্রাণ গেল শিশুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার গাবতলীতে টিভিতে ক্রাইম পেট্রোল সিরিজ দেখে ষষ্ঠ ও নবম শ্রেণির দুই ছাত্র অপহরণ করা শেখে। এরই মাঝে খালার বিয়ে। তাই নতুন জামাকাপড় কিনতে টাকার প্রযোজন। এজন্য তারা এ অভিজ্ঞতার আলোকে তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ে চার বছরের শিশু সানজিদা খাতুনকে অপহরণ করে। পরে শিশুটিকে হাত-পা বেঁধে ও মুখে স্কচটেপ লাগিয়ে রাখে। এতে শ্বাসরোধে শিশুটি মারা যায়।

উপজেলার নেপালতলী ইউনিয়নের লাঠিমারঘোন উত্তরপাড়ায় এ ঘটনায় পুলিশ বুধবার রাতেই স্টিলের বাক্স থেকে শিশুটির মরদেহ উদ্ধার ও অপরাধে জড়িত প্রতিবেশী নবম শ্রেণির ছাত্র রিয়াদ প্রামাণিক (১৫) ও ষষ্ঠ শ্রেণির ছাত্র শুভ প্রামাণিককে (১৪) আটক করেছে।

শিশুর বাবা রাজমিস্ত্রি শাহীন প্রামাণিক বৃহস্পতিবার সকালে গাবতলী থানায় তাদের বিরুদ্ধে মুক্তিপণের দাবিতে অপহরণের পর হত্যা মামলা করেছেন।

গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আটক দুই ছাত্রের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য বৃহস্পতিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানান, শিশু সানজিদা খাতুন গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের লাঠিমারঘোন উত্তরপাড়ার রাজমিস্ত্রি শাহীন প্রামাণিকের মেয়ে। প্রতিবেশী প্রবাসী উজ্জ্বল প্রামাণিকের ছেলে স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্র রিয়াদ প্রামাণিক ও তার বন্ধু একই এলাকার সাজু প্রামাণিকের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র শুভ প্রামাণিক টেলিভিশনে ক্রাইম পেট্রোল সিরিজ দেখে কীভাবে অহপরণ করতে হয় তা শেখে।

শুভ তার খালার বিয়ে উপলক্ষে নতুন জামাকাপড় কেনার টাকার জন্য প্রতিবেশী শিশু সানজিদা খাতুনকে অপহরণের পরিকল্পনা করে। সে এ ব্যাপারে তার বন্ধু রিয়াদের সঙ্গে আলোচনা করে।

বুধবার সকালে শিশু সানজিদা বাড়ির উঠানে খেলছিল। বেলা ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে পুকুরে ডুবে মারা গেছে সন্দেহে পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরে নেমে তল্লাশি করলেও সানজিদার সন্ধান পাওয়া যায়নি। দুপুরে প্রতিবেশী এক নারীর মোবাইল ফোনে কল করে সানজিদাকে অপহরণের কথা জানানো হয়। শিশুটিকে ফিরে পেতে তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

ওই নারী বিষয়টি সানজিদার বাবা শাহীন প্রামাণিককে অবহিত করেন। তিনি ওই নম্বরে ফোন দিলে তার কাছেও মেয়েকে অপহরণ ও মুক্তিপণ দাবি করা হয়। কয়েকবার কথা বলার পর অপহরণকারীরা সর্বশেষ ৫০ হাজার টাকা দাবি করে।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে গ্রামের একটি কালভার্টের নিচে টাকাগুলো রেখে আসতে বলা হয়। এছাড়া বিষয়টি পুলিশকে না জানাতে হুমকি দেওয়া হয়। এরপর শাহীন প্রামাণিক বিষয়টি গাবতলী থানা পুলিশকে অবহিত করেন। তিনি পুলিশের পরামর্শে টাকা নিয়ে সেখানে যান। এর আগে গাবতলী থানা পুলিশ আশপাশে লুকিয়ে থাকে।

সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি সেই কালভার্টের কাছে এসে লাইট জ্বালিয়ে টাকা খুঁজতে থাকে। তখন পুলিশ ও সানজিদার স্বজনরা সেখানে গিয়ে তাকে ধরে ফেলেন। পরে দেখা যায় সে প্রতিবেশী প্রবাসী উজ্জ্বলের ছেলে রিয়াদ। জিজ্ঞাসাবাদে রিয়াদ অপহরণের কথা স্বীকার করে।

তার স্বীকারোক্তিতে রাত ১১টার দিকে সাজুর বাড়িতে অভিযান চালিয়ে স্টিলের বাক্স থেকে শিশু সানজিদার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। রাতেই পার্শ্ববর্তী কদমতলী গ্রামে নানার বাড়ি থেকে রিয়াদের সহযোগী শুভকে আটক করা হয়।

গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, কিশোর রিয়াদ ও শুভ অপহরণ ও হত্যার কথা স্বীকার করেছে। তারা ভারতীয় টিভির সনি চ্যানেলে ক্রাইম পেট্রোল দেখে অহপরণের কৌশল রপ্ত করে। আর টাকা হাতিয়ে নিতে শিশুটিকে অহপরণের পর হাত-পা বাঁধে ও মুখে স্কচটেপ লাগায়। এতে শ্বাসরোধে শিশু সানজিদা মারা যায়। পরে শুভর বাড়িতে স্টিলের বাক্সে মরদেহ গুম করা হয়।

নিহত শিশু সানজিদার বাবা শাহীন প্রামাণিক বৃহস্পতিবার থানায় দুজনের বিরুদ্ধে মুক্তিপণের দাবিতে অপহরণ ও হত্যা মামলা করেন।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি জানান, দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি