শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


ভর্তির নম্বর বণ্টন নিয়ে কুবিতে ভর্তিচ্ছুদের ক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০২১

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ২০ নভেম্বর। বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির ক্ষেত্রে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। যার মধ্যে ১০০ নম্বর আসবে ভর্তি পরীক্ষা থেকে, বাকি ১০০ নম্বর আসবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল থেকে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকেই এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে মেধাতালিকা তৈরির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তিচ্ছুরা।

তানবীন তোহফা নামে এক ভর্তিচ্ছু ফেসবুকে লিখেন, আমার এসএসসি খারাপ হওয়ার পর থেকেই এইচএসসি ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু অটোপাসের কারণে এইচএসসির রেজাল্টও খারাপ হয়। অথচ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অটোপাসের জিপিএর উপর ভিত্তি করে ১০০ নম্বর নির্ধারণ করা হবে। যা কোনোভাবেই যৌক্তিক না। এতে আমাদের গত চার বছরের পরিশ্রম বৃথা যাবে।

মোরশেদ নামের আরেক ভর্তিচ্ছু জানান, এরইমধ্যে ৬-৭টি বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিপিএ নম্বর ১০০ বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে তারা সিদ্ধান্ত প্রত্যাহার করে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ১০০ নম্বর বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। কম জিপিএ পাওয়া শিক্ষার্থী যারা গুচ্ছে ভালো স্কোর করেছে তাদের জন্য এই সিদ্ধান্ত মোটেও ভালো কিছু নয়।

আব্বাস উদ্দিন নামে আরেক ভর্তিচ্ছু বলেন, যখন একসঙ্গে ২০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলাম তখন নিজেকে ধন্য মনে করছিলাম। কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় না আমার স্বপ্ন পূরণ হবে। ছিটকে পড়বে আমার মতো কিছু শিক্ষার্থী, যারা নিজের যোগ্যতা দিয়ে ভালো নম্বর পেয়েও জিপিএর কাছে হার মানবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে অনেক রিপোর্ট আসছে। সব তথ্য সংগ্রহ করে এটি রিভিউ করবো। আমরা অবশ্যই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নিবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি