শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হেলপারের ধাক্কায় রাস্তায় পড়ে চলন্ত বাসের চাপায় শিক্ষার্থীর মৃত্যু, ১০ বাসে আগুন


হেলপারের ধাক্কায় রাস্তায় পড়ে চলন্ত বাসের চাপায় শিক্ষার্থীর মৃত্যু, ১০ বাসে আগুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১১.২০২১

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর রামপুরায় বাস থেকে ফেলে দেওয়ায় বাসচাপায় মাঈনুদ্দিন নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ১০টি বাসে আগুন দিয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাতে রামপুরায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ছাত্রের সঙ্গে বাস ভাড়া নিয়ে অনাবিল বাসের হেলপার তর্কে জড়িয়ে পড়ে। পরে তাকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যায় । এরপর চলন্ত বাস, তার মাথার ওপর দিয়ে চালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ জনতা অনাবিল পরিবহনের ১০ টি বাস অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। নিহত মাঈনুদ্দিন রামপুরা একরামুন্নেসা স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত ১১টার পর রামপুরা বাজারের কাছে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি