বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ককটেল বিস্ফোরণ, জাল ভোটের অভিযোগ: ১৩ পোলিং এজেন্টসহ আটক ৫৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০২১


ডেস্ক রিপোর্ট:
ককটেল বিস্ফোরণ, ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে রোববার সকাল থেকে ফেনীর সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে । সোনাগাজীতে স্বরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিন জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

সোনাগাজীতে স্বরাজপুরে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গ্রাম পুলিশ জানায়, ভোট শুরুর পর থেকে মেম্বার প্রার্থী শাহ আলম ছেলে রনি অপর মেম্বার প্রার্থী আজাদ হোসেন কিরনের ভোটার রবিউল হক, সুজনসহ তিন জনকে কুপিয়ে আহত করেছে। ফুটবল প্রতীকের শাহ আলম ছেলে রনিসহ তার লোকজন শটগান, চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে কেন্দ্রের পাশে অবস্থান করে ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ করেছে অপর মেম্বার প্রার্থী আজাদ হোসেন কিরন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন জানায়, মোবাইল নিয়ে বুথে প্রবেশ করায় মধ্য চর চান্দিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১৩ জন পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।
একই কেন্দ্রের ৫নং ভোট কক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার নুরের নবী নৌকার প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মেরে বাক্সে ঢোকানোর অভিযোগ করেছে একাধিক ভোটার।

তবে সহকারী প্রিজাইডিং অফিসার ও সোনালী ব্যাংক বক্তারমুন্সী ব্রাঞ্চের সিনিয়ার অফিসার নুরের নবী অভীযোগ অস্বীকার করে বলেন, বয়স্ক মহিলা সিল মারতে না পারলে তিনি শুধু সহযোগিতা করেছেন।
চতুর্থ ধাপের এই নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট হওয়ায় সোনাগাজীতে ৯১ কেন্দ্রের সবগুলোই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থায় ভোট গ্রহণ চলছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বণিক জানান, ভোট শুরুর পূর্বে নির্বাচনকে প্রভাবিত করতে গাড়িযোগে সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নে প্রবেশ করলে একটি কালো হাইস গাড়ি ও একটি নোহা গাড়ীসহ ২৫ জনকে আটক করা হয়েছে।

ভোটের দিন বহিরাগত কর্তৃক নির্বাচন প্রভাবিত হলে সোনাগাজী সদর ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী সামছুল আরেফিন ও জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম নামে ইউ প্রার্থী ইতোপূর্বে আত্মহত্যার হুমকি দিয়েছেন।
সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মাইনুল হক জানান, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে মঙ্গলকান্দি ও মতিগঞ্জ ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অপর সাতটিতে চেয়ারম্যান পদে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট হতে যাওয়া ৯টি ইউপিতে সাধারণ সদস্য পদে ৪২১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরও বলেন, ৯ ইউপির ৯১টি কেন্দ্রে ৫৩৯টি বুথে ভোটগ্রহণ চলছে। সোনাগাজী উপজেলায় দুই লাখ ছয় হাজার ৪২ জন ভোটার রয়েছে। এসব কেন্দ্রে এক লাখ চার হাজার ৮২১ পুরুষ ভোটার ও এক লাখ এক হাজার ২২১ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি জানান, দাগনভূঞা উপজেলায় ছয়টি ইউপির মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুধু জায়লস্কর ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬ ইউনিয়নে সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে ৬৩টি কেন্দ্রে নারী ও পুরুষ মিলে ১ লাখ ৫৩ হাজার ১৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নির্বাচন শুরুর পূর্বে শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে ৫৪ জনকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় কাজ করছে।

তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত র‌্যাব, বিজিবি টহলে রয়েছে। উপজেলায় ৬২৬ জন পুলিশ সদস্য
ও প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আনসার মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, দুই উপজেলায় ভোট হতে যাওয়া ১৫টি ইউনিয়নের মধ্যে ৬ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি