শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুসিক কাউন্সিলর নিহত সোহেলের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০১.২০২২


বি এম মহিউদ্দিন মন্টিঃ
এমন চরিত্র তুমি করিবে গঠন মরনে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন বাক্যের বহিঃপ্রকাশ ঘটেছে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডে। শনিবার বিকেলে বাদ আছর পানুয়া খানকা ঈদগাহ ময়দানে ওয়ার্ডের সর্বস্থরের লোকেরা দিবালোকে সন্ত্রাসীদের গুলিতে নিহত সৈয়দ মোঃ সোহেল ও হরিপদ স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেন।

ওয়ার্ড যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের উপস্থাপনায় দোয়া মাহফিলে নিহত কুসিক কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান কুমিল্লা সিটি করপোরেশন মেয়র মনিরুল হক সাক্কু দোয়ায় অংশগ্রহণ করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আরফানুর হক রিফাত, এসময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবলীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ। স্মরণসভা,দোয়া ও মাহফিল পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় পরে স্বাগত বক্তব্য রাখেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল,২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসান এরপর সোহেল হত্যার নেপথ্যে যারা আছে তাদের দৃষ্টান্ত শাস্তি দাবি করে বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ হানিফ, ১৮ নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শওকত আকবর, ১৫ নং ওয়ার্ড মহানগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা শেষে বখশীয়া দরবার শরীফ জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল মান্নান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবং শেষে সবার মাঝে তাবারুখ বিতরণ করা হয়।

উল্লেখ্য কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হোন আরো ৫জন। জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এবং এজহার নামীয় ৩ জন কথিত বন্ধুক যুদ্ধে নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি