শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মেক্সিকোতে গাড়ি থেকে ১০ লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় সাকাতেকাস রাজ্যে একটি গাড়ির ভেতর ১০ জনের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গভর্নরের কার্যালয়ের বাইরে এক চত্বরের মাঝখানে ফেলে যাওয়া একটি এসইউভিতে ওই লাশগুলো পাওয়া যায় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিবিসির।

দেশটির একাধিক কর্মকর্তা জানান, প্রথমে তাদের গাড়িটি দেখে সন্দেহ হয়। পরে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে গাড়ির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।

মধ্যাঞ্চলীয় রাজ্যটির গভর্নর ডেভিড মনরেল সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

প্লাজা দে আর্মাসে অবস্থিত তার শতবর্ষ পুরনো কার্যালয়ের কথা উল্লেখ করে মনরেল বলেন, ‘তারা এসেছিল লাশগুলো প্যালেসের সামনে ফেলে যেতে। নিহতরা সম্ভবত ব্যাপক মারধরের শিকার হয়েছিলেন।’

ঘটনার তদন্তে সহায়তা করার ঘোষণা দিয়েছে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয়।

সাকাতেকাসে মাদক কারবারে জড়িত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই খণ্ডযুদ্ধ হয়। এভাবে মৃতদেহ ফেলে যাওয়ার ঘটনাও ঘটে।

এই সমস্যা মোকাবেলায় চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়ে মনরেল বলেন, ‘একটু একটু করে আমরা আমাদের শান্তি পুনরুদ্ধার করবো। আসলে আমরা অভিশপ্ত উত্তরাধিকার পেয়েছি বলে এমনটা হচ্ছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি