মঙ্গলবার,১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তা পাকাকরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০২২

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ বাজার থেকে সাতবাড়িয়া বাজার পর্যন্ত রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে ।

জানা যায় বক্সগঞ্জ বাজার থেকে সাতবাড়িয়া বাজার পর্যন্ত কাজে নিম্ন মানের মালামাল ও নিম্ন মানের কংক্রিট ব্যাবহার হয়েছে বলে অভিযোগ পাওয়া যায় ।

এ অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘুরে দেখা যায় আসলেই সলিং করার সময় নিম্ন মানের ইট,ও বালুর পরিবর্তে মাটি ব্যাবহার করে কাজ করছেন। এলাকার লোকজন জানায়, রাস্তা সংস্কারের পাশাপাশি রাস্তার পাশে গার্ড ওয়াল দেওয়া হয়নি । স্থানীয় রাস্তা সংলগ্ন পুকুর গার্ড ওয়াল নির্মাণ করা হয়নি রাস্তার মাঝে গাছ গুলোও অপসারন করা হয়নি।রাস্তায় বালুর পরিবর্তে মাটি ব্যবহার করায় গাড়ি চলাচলের কারণে ধুলো উড়ে পরিবেশ দূষনসহ ঘরবাড়ি ও দোকানপাটে ময়লা হচ্ছে বলে অভিযোগ করছে স্থানীয় জনতা। স্থানীয় এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন এখানে দলীয় লোক দিয়ে কাজ করার করণে এমন দুর্নীতি হচ্ছে। এছাড়া সিডিউল মোতাবেক কাজ না করার অভিযোগ রয়েছে ।

এলজিইডি কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন, কাজ নিয়ম এর মধ্যেই চলছে । বিষয়টি আমি এইমাত্র অবগত হয়েছি, তা আমি দ্রুত খতিয়ে দেখবো এবং সঠিক ব্যবস্থা নেব ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি