শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঢাকা ও চট্টগ্রামসহ ১২ জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে


ঢাকা ও চট্টগ্রামসহ ১২ জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

ঢাকা ও চট্টগ্রামসহ ১২ জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকির এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর৷ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ জেলার তালিকায় রাজধানী ঢাকা৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অনুযায়ী, বুধবার অধিদপ্তর জানায়, ১০ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত তথ্যের ভিত্তিতে জেলাগুলোকে উচ্চ, মাঝারি ও কম ঝুঁকিপূর্ণ হিসেবে ভাগ করে যথাক্রমে রেড বা লাল, ইয়েলো বা হলুদ ও গ্রিন বা সবুজ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে৷ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশের বেশি হলে লাল, ৩০ শতাংশের বেশি হলে গাঢ় লাল রঙে চিহ্নিত করা হয়েছে৷

ঢাকায় বুধবার থেকে গত এক সপ্তাহে করোনাভাইরাসের ৬২ হাজার ২১টি নমুনা পরীক্ষায় ১৭ হাজার ৪৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে৷ অর্থাৎ শনাক্তের হার ২৮ দশমিক ১১ শতাংশ৷ ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে ঢাকা সর্বোচ্চ৷

গত কয়েক দিনে সারাদেশে মোট করোনা আক্রান্তের প্রায় ৮০ শতাংশ ঢাকা৷ মঙ্গলবার সারাদেশে ৮ হাজার ৪০৭ জনের শনাক্ত মধ্যে ৬ হাজার ৫৯৭ জন অর্থাৎ মোট আক্রান্তের ৭৮ শতাংশের বেশি ঢাকা বিভাগের বাসিন্দা৷

শনাক্তের হার বিবেচনায় উচ্চ ঝুঁকিতে ১২ জেলা, মাঝারি ঝুঁকিতে ৩১টি এবং বাকি জেলাগুলো স্বল্প ঝুঁকির এলাকা

ঢাকা ছাড়া উচ্চ ঝুঁকিতে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, রাঙামাটি, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, যশোর, লালমনিরহাট, গাজীপুর, পঞ্চগড় এবং খাগড়াছড়ি ৷

ইয়েলো জোন বা মধ্যম পর্যায়ের ঝুঁকিতে রয়েছে শেরপুর, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, রংপুর, খুলনা, ময়মনসিংহ, ফেনী, কুড়িগ্রাম, জামালপুর, সিলেট, নাটোর, কক্সবাজার, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, ফরিদপুর, গোপালগঞ্জ, নওগাঁ, বরিশাল, মাগুরা, জয়পুরহাট, ঝালকাঠি, নোয়াখালী, পটুয়ালী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাতক্ষীরা, লক্ষ্মীপুর, পিরোজপুর, বাগেরহাট, শরীয়পুর ও নড়াইল ৷

আর গ্রিন জোনে আছে কুমিল্লা, চাঁদপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, রাজবাড়ী, ভোলা, নেত্রকোনা, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, চুয়াডাঙ্গা, নীলফামারী ও মেহেরপুর ৷ বান্দরবান জেলায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ হলেও উচ্চ ঝুঁকিপূর্ণ ধরা হয়নি, এ জেলায় খুব কম সংখ্যক নমুনা পরীক্ষা করে শনাক্তের এই হার পাওয়া গেছে৷ গত এক সপ্তাহে ৬১ জেলায় শনাক্তের হার বেড়েছে, কমেছে মাত্র তিনটি জেলায় ৷ সবচেয়ে বেশি বেড়েছে ঢাকায় তারপর চট্টগ্রাম এবং তৃতীয় স্থানে রাঙামাটি৷

‘‘সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, দিনদিন সংক্রমণ বাড়ছেই৷ একদিনে ৩০ থেকে ৫০ হাজারও শনাক্ত হওয়ার আশঙ্কা আছে, যদি আমরা যথেষ্ট পরিমাণে টেস্ট করি৷’’ বুধবার বিডিনিউজকে এমন আশঙ্কার কথা জানিয়েছেন আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন ৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি