শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


তালতলীতে পেটে ৬ মাসের বাচ্চাসহ গরু জবাই, বাচ্চাটিকে মাটিচাপা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০১.২০২২

ডেস্ক রিপোর্ট:

বরগুনার তালতলীতে পেটে ৬ মাসের বাচ্চাসহ গরু জবাই দেওয়ার ঘটনায় কসাই ও গরুর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হোসেন এ জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার শিকারিপারা গ্রামের মো. হারুন শাহের একটি গরু গত বছরের ১১ নভেম্বর পার্শ্ববর্তী জাফর শিকদার কসাই জবাই করে বিক্রি করেন। জবাইয়ের সময় গরুর পেটে ছয় মাসের একটি বাচ্চা থাকলে তা মাটিচাপা দিয়ে বিষয়টি গোপন রাখে।

বিষয়টি জানতে পেরে ভোক্তা অধিকারের এসআই রফিকুল ইসলাম তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হয় এবং মাটিচাপা থেকে বাচ্চাটি উদ্ধার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার গরুর মালিক ও তিন কসাইকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই গরুর মাংস কিনেছেন এমন ২৪ জনকে ১ হাজার টাকা করে দেন। আর বাকি ১৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি