রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়ার বিপক্ষে ভোট না দেওয়ায় বাংলাদেশকে টিকা দেবে না লিথুয়ানিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজ্যুলেশনের পক্ষে ভোটদান থেকে বিরত থাকায় বাংলাদেশের ওপর বেজায় ক্ষুব্ধ ইউরোপের দেশ লিথুয়ানিয়া। সেই ক্ষোভের প্রকাশ হিসেবে বাংলাদেশকে পূর্ব প্রতিশ্রুত কোভিড ভ্যাকসিন না পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েনে জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে জাতিসংঘের ভোটাভুটিতে ইচ্ছাকৃতভাবে ভোট প্রদান থেকে বিরত থাকার পর লিথুয়ানিয়া বাংলাদেশকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার পূর্বের সিদ্ধান্ত বাতিল করেছে। এই সপ্তাহের শুরুতে লিথুয়ানিয়া সরকার প্রতিশ্রুত ফাইজারের তৈরি ৪ লাখ ৪৪ হাজার ৬শ’ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে আসার কথা ছিল।

বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে অপ্রতিরোধ্যভাবে একটি প্রস্তাব গৃহীত হয়, যাতে অনতিবিলম্বে ইউক্রেন থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারের দাবি জানানো হয়। ওই রেজ্যুলেশন বিষয়ে জাতিসংঘে দুইদিন উন্মুক্ত আলোচনা এবং বিতর্ক অনুষ্ঠিত। সেই আলোচনায় জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত রাশিয়াকে গণহত্যার জন্য অভিযুক্ত করেন। পরবর্তীতে প্রত্যক্ষ ভোটে জাতিসংঘে ওই রেজ্যুলেশন পাস হয়।

অনেকটা অপ্রতিরোধ্য ভাবে গৃহীত হয়। ইউক্রেন আক্রমণের নিন্দা প্রস্তাবের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪১ রাষ্ট্র ভোট দেয়। বাংলাদেশসহ ৩৫টি সদস্য রাষ্ট্র ভোটদান থেকে ইচ্ছাকৃতভাবে বিরত ছিল। ইউক্রেন আক্রমণে পক্ষে এবং প্রস্তাবের বিরোধিতায় রাশিয়া এবং তার চার মিত্র ইরিত্রিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া ও বেলারুশ বিপক্ষে ভোট দিয়েছে। ১৪১-৫ ভোটে গৃহীত প্রস্তাবে শক্ত ভাষায় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানো ছাড়াও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক যুদ্ধের হুমকির কড়া সমালোচনা করা হয়।

নন-বাইন্ডিং বা মেনে চলা বাধ্যতামূলক নয় এমন ওই রেজ্যুলেশনে এটা উল্লেখ করা হয় যে, চরম ওই মুহূর্তে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি জাতিসংঘ তথা আন্তর্জাতিক সমপ্রদায়ের দৃঢ় সমর্থন রয়েছে। স্মরণ করা যায়, উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়াসহ মানবাধিকার সংবেদনশীল ইউরোপ-আমেরিকার শতাধিক সদস্য রাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার আক্রমণে নিন্দায় জাতিসংঘে রেজ্যুলেশনটি উত্থাপন করেছিল।তারা নিজ নিজ অবস্থান থেকে স্বতন্ত্র এবং জোটবদ্ধভাবে ওই রেজ্যুলেশনের পক্ষে ভোট দিতে দুনিয়াজুড়ে সিরিজ ক্যাম্পেইন করেছিল। তারা নিজেরা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, অন্যদেরও ভোট নিশ্চিত করেছে। তবে তাদের সেই অনুরোধ সত্ত্বেও বাংলাদেশসহ ৩৫টি রাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত (অ্যাবস্টেইন) ছিল। আর এতেই বাল্টিক ওই রাষ্ট্র ঢাকাসহ রেজ্যুলেশনটির পক্ষে ভোট না দেয়া রাষ্ট্রগুলোর ওপর খেপেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি