রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এই যুদ্ধই হবে পুতিনের শেষ যুদ্ধ: বেন ওয়ালেস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের চলমান রুশ সামরিক আগ্রাসনই হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শেষ। এমন মন্তব্য করেছেন বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, পুতিনের ক্ষমতা কমে আসছে এবং ইউক্রেনে পুতিনের আক্রমন ব্যর্থ হবে। ইউক্রেনীয়দের প্রতিরোধকামী মনোভাব এবং দেশটির আয়তনের কারণে সেটি দখল করা অসম্ভব বলেও জানান তিনি।

ওয়ালেস বলেন, ভবিষ্যতে কেউ ভ্লাদিমির পুতিনের ফোন কল রিসিভ করবে না। যদিও ইউক্রেনকে কীভাবে সাহায্য করা সম্ভব তা নিয়ে বাস্তবিক চিন্তা করতে হবে বৃটেনকে। ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি যুদ্ধ এড়িয়ে ইউক্রেনকে সাহায্য করে যেতে একটি কঠিন ভারসাম্য বজায় রাখতে হবে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বারবার নো ফ্লাই জোন ঘোষণার অনুরোধ জানিয়েছেন ন্যাটোর কাছে। তবে বৃটেন এই আবেদন প্রত্যাখ্যান করেছে।

কারণ নো ফ্লাই জোন কার্যকর করতে হলে ন্যাটোর যুদ্ধবিমানকে রাশিয়ার যুদ্ধবিমানের সঙ্গে লড়তে হবে। ওয়ালেস বলেন, বৃটেন ইউক্রেনকে কোনো যুদ্ধবিমান সরবরাহ করবে না। তবে পোল্যান্ড যদি সেটি করে তাহলে তাকে সমর্থন দেবে বৃটেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি