রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়া থেকে ‘ডিসকাউন্টে’ তেল কিনবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার কাছ থেকে কম মূল্যে অশোধিত তেল ও অন্যান্য পণ্য কেনার প্রস্তাব লুফে নেয়ার বিষয় বিবেচনা করছে ভারত। ভারত সরকারের দু’জন কর্মকর্তাকে উদ্ধৃত করে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসনের জবাবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তীব্র থেকে তীব্র করছে পশ্চিমা বিশ্ব। তাদের বেশ কতগুলো ব্যাংক আন্তর্জাতিক অর্থ লেনদেন বিষয়ক সিস্টেম সুইফট ব্যবহারে নিষিদ্ধ হয়েছে। ফলে আগ্রাসী যুদ্ধ চালিয়ে গেলেও রাশিয়ার ভিতরে অর্থনীতির অবস্থা ভয়াবহ।

তাদের স্থানীয় মুদ্রা রুবলের দরপতন অব্যাহত আছে। নাগরিকরা প্রতিদিন এটিএম বুথে লাইন দিয়ে অপেক্ষা করছেন। পরিস্থিতি সামাল দেয়া খুব কঠিন হয়ে পড়েছে।

এ অবস্থায় রাশিয়া হ্রাসকৃত মূল্যে তেল ও অন্যান্য জিনিস রপ্তানির জন্য ভারতের কাছে প্রস্তাব দিয়েছে। ভারতে মোট যে পরিমাণ তেল লাগে তার মধ্যে শতকরা ৮০ ভাগই আমদানি করতে হয়। তার মধ্যে শতকরা ২ থেকে ৩ ভাগ সরবরাহ আসে রাশিয়ার কাছ থেকে। কিন্তু তেলের দাম বৃদ্ধির ফলে ভারত সরকার জ্বালানি খরচ কমিয়ে আনার কথা চিন্তা করছে।

একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা হ্রাসকৃত মূল্যে পণ্য পেয়ে সন্তুষ্ট। রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাতে উদ্বিগ্ন নয় ভারত। ভারতীয় মুদ্রা এবং রুবলের মধ্যে বাণিজ্য মেকানিজম কিভাবে স্থাপন করা যায়, তা নিয়ে কাজ চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি