শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


 কোভিডের সব থেকে সংক্রামক ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন, আক্রান্ত হবে সবাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৩.২০২২

ডেস্ক রিপোর্ট:

বৃটেনে শনাক্ত হয়েছে কোভিডের নতুন হাইব্রিড ভ্যারিয়েন্ট ডেল্টাক্রন। ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের এই হাইব্রিড ভ্যারিয়েন্টটির উপস্থিতি নিশ্চিত করেছে বৃটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এখন পর্যন্ত দেখা সবথেকে সংক্রামক ভ্যারিয়েন্টগুলোর একটি এটি। এ খবর দিয়েছে নটিংহাম পোস্ট।

খবরে জানানো হয়েছে, ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্টকে সাধারণ পরীক্ষার মাধ্যমে আলাদা করা সম্ভব নয়। এটি কোভিডের অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে বেশি সংক্রামক বলেও উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও বৃটিশ সরকার এ নিয়ে উদ্বিগ্ন নয় বলে জানিয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদকে ডেল্টাক্রন ভ্যারিয়েন্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেক ভ্যারিয়েন্টই আছে যা নিয়ে আমরা পর্যালোচনা করবো। সবশেষে আমরা ওমিক্রন ভ্যারিয়েন্ট দেখেছি এবং আমরা সফলভাবে তা থেকে বেড়িয়ে এসেছি।

এ জন্য বৃটেনের নাগরিকদের ধন্যবাদ জানান তিনি। এরপর জাভিদ বলেন, এখন ওমিক্রনের সাবভ্যারিয়েন্টও শনাক্ত হচ্ছে কিন্তু আমরা তা নিয়ে উদ্বিগ্ন নই। আমরা এ নিয়ে পর্যালোচনা করবো কিন্তু আমরা এ নিয়ে উদ্বিগ্ন নই।

এখন পর্যন্ত ফ্রান্স ও সাইপ্রাসে এরইমধ্যে ডেল্টাক্রন শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্ট নিয়ে একটি আপডেট প্রকাশ করবে শিগগিরই। এর উপসর্গ কি তা নিয়ে বেশ কিছু রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে আছে, উচ্চ তাপমাত্রা অর্থাৎ ডেল্টাক্রনে আক্রান্ত হলে রোগী তার বুক ও পিঠে তাপ বোধ করবে। প্রচুর কাশি হবে, দিনে এক থেকে তিন ঘন্টা কাশি থাকতে পারে। অন্য ভ্যারিয়েন্টগুলোর মতো গন্ধ ও স্বাদে পরিবর্তন আসবে। এছাড়া প্রচণ্ড মাথাব্যাথার উপসর্গও দেখা গেছে।

বৃটিশ গণমাধ্যম স্টোকঅনট্রেন্ট লাইভের এক রিপোর্টে জানানো হয়েছে, এই ভ্যারিয়েন্ট কোভিডের আসল ভাইরাসের তুলনায় ৬গুন বেশি সংক্রামক বলে দাবি করেছেন বৃটেনের মহামারি বিশেষজ্ঞ অ্যাডাম এস্টারম্যান। এটি এত সংক্রামক যে বিশ্বের সবাইই কোনো না কোনো পর্যায়ে গিয়ে এতে আক্রান্ত হবেন। এর আগে এস্টারম্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কাজ করেছেন। নতুন এই ভ্যারিয়েন্টের কারণেই বৃটেন ও চীনে কোভিড সংক্রমণের উচ্চ হার দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি