রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

দুই দিনের ভারত সফরে এসেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এটিই তার প্রথম ভারত সফর। তিনি রাজধানী দিল্লিতে ১৪তম ভারত-জাপান বার্ষিক সম্মেলনে যোগ দেবেন। ধারণা করা হচ্ছে, ইউক্রেনে চলমান সংঘাত নিয়ে আলোচনাই হবে তার সফরের প্রধান উদ্দেশ্য। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলবেন তিনি।

ইউক্রেনে রাশিয়ায় সামরিক আগ্রাসনের কারণে এবারের সম্মেলন বেশি গুরুত্ব পাচ্ছে। সর্বশেষ ভারত-জাপান বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে জাপানের রাজধানী টোকিওতে। ভারত ও জাপানের মধ্যে রয়েছে বহুমুখী সহযোগিতামূলক সম্পর্ক।

এটিকে তারা বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারি সম্পর্ক বলে আখ্যায়িত করে। এবারের সম্মেলনে উভয় পক্ষ নিজেদের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার সুযোগ পাবে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে দেশ দুটির নেতারা।

২০২১ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পর কিশিদার সঙ্গে ফোনালাপ করেছিলেন নরেন্দ্র মোদি। সেসময় উভয় পক্ষ থেকেই সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি