রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রিটেনে পরকীয়ার অপবাদ দিয়ে মুসলিম নারীকে খুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনে জোবাইদা নামে এক মুসলিম নারীর হত্যা মামলা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো কাহিনি।

নিহত ওই নারীর মোবাইল চুরি করে সেই ফোন থেকে তার স্বামী নিজাম স্ত্রীর মিথ্যা পরকীয়ার কথা জানিয়ে নিজের মোবাইলে একটি মেসেজ পাঠায়।

তাতে লেখা ছিল— আমার সঙ্গে আর যোগাযোগ রেখো না, আমার একটি বয়ফেন্ড আছে এবং তার সঙ্গে দ্রুত আমি এই এলাকা থেকে পালিয়ে যাচ্ছি। আমার জীবন থেকে তুমি চলে যাও, তোমাকে আর আমার প্রয়োজন নেই।

২০২০ সালে ব্রিটেনের ব্রোমসগ্রোভ শহরে পিজার দোকানদার নিজাম সালাঙ্গি (৪৪) তার স্ত্রী জোবাইদাকে খুন করেন। খবর আরব নিউজের।

পুলিশের হাতে আটক হওয়ার আগেই তিনি জোবাইদার মোবাইল থেকে ওই কাল্পনিক কাহিনি সাজিয়ে মেসেজটি পাঠান, যা পরে আদালতে জিজ্ঞাসাবাদে ধরা পড়ে।

পরিকল্পিত ওই হত্যাকাণ্ডের সঙ্গে নিজামের দুই ভাই মোহাম্মদ ইয়াসিন (৩৩) ও রামিমকেও (৩১) এ হত্যা মামলায় আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর এলাকা থেকে পালিয়ে যান নিজাম ও তার পরিবারের সদস্যরা। পরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোন ট্র্যাক করে নিজামকে আটক করে জেলখানায় পাঠায় পুলিশ।

সম্প্রতি আদালতের জেরার মুখে হত্যাণ্ডের ঘটনা স্বীকার করেন ওই গৃহবধূর স্বামী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি