রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানে দলত্যাগীরা অনাস্থা প্রস্তাবে ভোট দেয়ার অধিকার হারালেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) আবেদনের জবাবে বিচারপতি মুনিব আখতার বলেছেন, অনাস্থা প্রস্তাবের ভোটে ব্যক্তিবিশেষের ভোটের কোনো মর্যাদা নেই (নো স্ট্যাটাস)। তিনি সোমবার এই আবেদনের শুনানিতে বলেন, কোনো ব্যক্তি যখন একটি রাজনৈতিক দলে যোগ দেন তখন অনাস্থা ভোটের সময় তার ভোটকে ‘কালেক্টিভ অধিকার’ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ দল যা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত অনুসরণ করতে হয় তাকে। তিনি আরও বলেন সংবিধানের অনুচ্ছেদ ৯৫(২) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের ক্ষেত্রে কোনো পার্লামেন্ট সদস্যের ব্যক্তিগত ভোটের কোনো মর্যাদা নেই। সাবেক প্রেসিডেন্ট বেনজির ভুট্টো এবং নওয়াজ শরীফের সময়েও একই ধারা অনুসরণ করা হয়েছিল। এ খবর দিয়েছে অনলাইন ডন।

এতে বলা হয়, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে পাকিস্তানে সরকার ও বিরোধী দল মুখোমুখি। এতে সেখানে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

এ অবস্থায় সাংবিধানিক ব্যবস্থা নেয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে এসসিবিএ। তার ওপর সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল এবং বিচারক মুনিব আখতারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হয়। এতে উপস্থিত ছিলেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সভাপতি শাহবাজ শরীফ, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি, জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজলের (জেইউআইএফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান প্রমুখ।

এর আগে আদালত শনিবার নোটিশ দিয়েছিল পিটিআই, পিএমএলএন, পিপিপি, জেইউআইএফ, বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (মেঙ্গল) এবং আওয়ামী ন্যাশনাল পার্টিকে। তাদেরকে আইনজীবী পাঠাতে বলা হয়েছিল। এই ৬টি রাজনৈতিক দলের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল আদালত। একই সঙ্গে গত শুক্রবার রাজধানী ইসলামাবাদে সিন্ধু হাউজে পিটিআই কর্মীদের নিয়ম ভঙ্গ করার বিষয়ে ইসলামাবাদ পুলিশ প্রধানের কাছে রিপোর্ট চায় আদালত। এ ছাড়া আদালত অনাস্থা প্রস্তাবে ভোটকে কেন্দ্র করে সংবিধানের ৯৫ অনুচ্ছেদের অধীনে সবাইকে মসৃণ, আইনগত ও শান্তিপূর্ণভাবে পদক্ষেপ নিতে অনুরোধ করে। এই মামলায় বিবাদীদের মধ্যে আছে পাকিস্তানের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সচিব, প্রধানমন্ত্রী ইমরান খান, জাতীয় পরিষদে বিরোধী দলীয় নেতা, জাতীয় পরিষদের স্পিকার ও সচিব, ইসলামাবাদের প্রধান কমিশনার, ডেপুটি কমিশনার এবং আইজিপি।

সোমবার শুনানির সময় বিচারক উমর আতা বান্দিয়াল বলেন, জাতীয় পরিষদের সদস্যদের যেন ভোট দিতে দেয়া হয় এটাই চেয়েছে এসসিবিএ। এক্ষেত্রে বিচারক মুনিব আখতারের পর্যবেক্ষণ একটি বাধা হিসেবে সামনে এসেছে। এখন প্রশ্ন হলো কোনো ব্যক্তি কি তার দলের বাইরে গিয়ে ভোট দিতে পারেন কিনা। এ সময় বার-এর আইনজীবী মানসুর উসমান বলেন, পার্লামেন্ট সদস্য যিনিই হোন, তাকে ভোট দেয়ার অধিকার দেয়া উচিত।

জবাবে বিচারক মুনিব আখতার জানতে চান, কোন অনুচ্ছেদ এই অনুমতি দেয়। এক্ষেত্রে আইনজীবী মানসুর উসমান বলেন অনুচ্ছেদ ৬৬। এ সময় বিচারক আবার জানতে চান, কিভাবে এই অনুচ্ছেদ ব্যক্তিবিশেষের ভোটের সক্ষমতা নিশ্চিত করে। প্রধান বিচারপতি বলেন, যেকোনো সদস্যের ভোট দেয়ার অধিকার নিরঙ্কুশ নয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি