রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাড়ে ১১ হাজার কোটি টাকার অস্ত্র রপ্তানি করেছে নরেন্দ্র মোদি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে থেকে চলতি অর্থবছর পর্যন্ত প্রায় ১১ হাজার ৬০৭ কোটি টাকার আগ্নেয়াস্ত্র রপ্তানি করেছে নরেন্দ্র মোদি সরকার।

শুক্রবার লোকসভায় এ তথ্য জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অজয় ভাট।

লোকসভায় একটি লিখিত জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় ভাট জানান, ২০১৪ সাল থেকে চলতি আর্থিক বছরের মধ্যে প্রায় ৬ গুণ অস্ত্র রপ্তানি বাড়ানো হয়েছে। ২০১৪-১৫ আর্থিক বছর ভারত থেকে বিদেশে আগ্নেয়াস্ত্র রপ্তানির আর্থিক মূল্য ছিল ১ হাজার ৯৪১ কোটি টাকা। ২০২০-২১ আর্থিক বছরের ২১ মার্চ পর্যন্ত এই রপ্তানির মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৬০৭ কোটি টাকা।

আগামী ২০২৫ সালের নাগাদ ৩৬ হাজার ৫০০ কোটি টাকার অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি হয়েছে ফিলিপিনসে। চলতি বছরের জানুয়ারি মাসেই একটি বড় চুক্তি হয়েছে। যার আর্থিক মূল্য দুই হাজার ৭০০ কোটি টাকা। দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস রয়েছে এই রপ্তানি খাতে। এ ছাড়া এশিয়া মহাদেশের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনামে অস্ত্র রপ্তানি বাড়িয়েছে ভারত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি