রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবের তেলের ডিপোতে হুথি বিদ্রোহীর রকেট হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

জেদ্দায় আরামকোর পেট্রলিয়াম পণ্যের বিতরণ কেন্দ্রে হামলার দায় স্বীকার করেছে হুতি বিদ্রোহীরা।

টুইট বার্তায় হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারেয়া জানিয়েছেন, শুক্রবার তারা সৌদি আরবের রাজধানী রিয়াদসহ জেদ্দায় আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা, রাস তানুরা ও রাবিঘ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলায় তেল স্থাপনার দুটি স্টোরেজ ট্যাংকে আগুন ধরে যায়।

এদিকে, হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে শনিবার ভোররাতে ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি জোট বাহিনী। সৌদি জোট দাবি করেছে, বৈশ্বিক জ্বালানি উৎস ও সরবরাহ চেইন রক্ষার লক্ষ্যে তারা পাল্টা হামলা চালিয়েছেন।

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগরীর বন্দরশহর হোদেইদাহের ‘হুমকির উৎসগুলোতে’ হামলা চালানো হয়েছে।

হুতিদের হামলার ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন হুতিদের হামলার নিন্দা জানিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি