শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতীয় হাফেজ কল্যাণ সমিতির উদ্যোগে সাড়ে ১৩শত হিফজ বিভাগের ছাত্রকে বৃত্তি প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৪.২০২২


বি এম মহিউদ্দিন মন্টিঃ

ইহকালের শান্তি সম্মৃদ্ধি ও পরকালের মুক্তি এবং পুরো বিশ্বময় পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে বাংলাদেশ হাফেজ কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার(৩১ মার্চ) বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ১২তম জাতীয় হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা ও বৃত্তি প্রদান করা হয়।

হিফজুল কুরআন বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষনা অনুষ্ঠানে প্রধান মেহমান ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইসলামীয়া আলীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এম এ আব্দুল মতিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লা, উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান। তিনি বলেন জাতীয় হাফেজ কল্যাণ সমিতি যে উদ্যোগ নিয়েছে সত্যিই বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। হাফেজ ছাত্রদের মাঝে বিভিন্ন ধাপে সাত লক্ষ টাকা বৃত্তি প্রদান সত্যিই প্রশংসার দাবিদার। আমি সর্বদা এই সংগঠনের মঙ্গল কামনা করি।
কেন্দ্রীয় সভাপতি মাওলানা মীর হোসাইন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করে হাফেজ মাওলানা জসীমউদ্দিন। হামদ পাঠ করেন হাফেজ মাওলানা কবির আহমেদ।রাসূল( সঃ) এর শানে নাতে রাসূল পাঠ করেন হাফেজ মাওলানা এনামুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মহসিন উদ্দিন বেলালী।শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ মাওলানা কবির আহমেদ, চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা নজরুল ইসলামসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন আমরা শুধু জেলায় জেলায় নয় পুরো বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে পবিত্র কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই। সুশীল সমাজের জ্ঞানীদেরকেও এগিয়ে আসার আহ্বান জানান। তারা আরো বলেন আমরা অরাজনৈতিক সংগঠন করেছি। আমাদের ইচ্ছে একটাই পবিত্র কুরআনের খেদমতের মাধ্যমে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির মাধ্যমে মহান সৃষ্টিকর্তার নৈকট্য হাসিল করা।
বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির মহাসচিব হাফেজ মাওলানা তাজুল ইসলামের উপস্থাপনায় ১২তম পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়। উক্ত পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন তাদের মধ্যে সাড়ে তেরশত শিক্ষার্থী বিভিন্ন স্তরে বৃত্তি লাভ করেন।

হাফেজ মাওলানা আরিফুর রহমানের প্রতিষ্ঠিত কুমিল্লা রামমালা টমছম ব্রীজে অবস্থিত “তালিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা” প্রথম স্থান অধিকার করেন এবং উক্ত মাদ্রাসা থেকে ৩৮ জন হিফজ শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।

পরিশেষে দোয়া ও সমগ্র জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি