শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়া প্রবেশ করতে পারবে না অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৪.২০২২

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে সামরিক অভিযান ইস্যুতে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এবার সেই নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ছাড়াও দেশ দু’টির আরও অনেক মন্ত্রী ও এমপির রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে মস্কো।

জানা গেছে, রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধের তালিকায় অস্ট্রেলিয়ার ২২৮ জনের নাম রয়েছে, আর নিউজিল্যান্ডের রয়েছে ১৩০ জনের নাম।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে অদূর ভবিষ্যতে নতুন ঘোষণা দেওয়া হবে। তাতে নিষেধাজ্ঞার তালিকায় অস্ট্রেলিয়ার সামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, বিশেষজ্ঞ ও সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হতে পারে।

রাশিয়ার প্রতি নেতিবাচক মনোভাব জাগিয়ে তুলতে যারা সাহায্য করছে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র দফতর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি