শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন ভূমিকায় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০২২

বিনোদন ডেস্ক:

শৈশবে যে স্কুলে পড়াশুনা করেছেন সে স্কুলের পরিচালনা সমিতির সভাপতি হলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। অরিজিতের জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সেখানেই নিজের স্কুলের পরিচালনা সমিতির সভাপতি হলেন বাঙালি গায়ক অরিজিৎ।

কাজের সূত্রে মুম্বাইয়ের আন্ধেরি অরিজিতের ঠিকানা। তবে জন্মস্থানকে ভোলেননি অরিজিৎ। সময়-সুযোগ হলেই শিকড়ের টানে ছুটে আসেন মুর্শিদাবাদে। শৈশবে যে স্কুলে পড়েছেন, সেই জিয়াগঞ্জ রাজা বিজয় সিং বিদ্যামন্দিরের সভাপতির দায়িত্ব নিলেন অরিজিৎ।

বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য জানান, রাজ্যে সরকারের অনুমতিক্রমে স্কুলের সভাপতির দায়িত্ব নিয়েছেন অরিজিৎ। গত ১৩ এপ্রিল তিনি এই দায়িত্ব নিয়েছেন।

কয়েক দিন আগে নেটমাধ্যমে ছেলে ও সস্ত্রীক অরিজিতের কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল। তাতে জিয়াগঞ্জের মাউন্ট লিটেরা জি স্কুলের গেটের সামনে দেখা যায় তাকে। তারকাসুলভ অহমিকা থেকে দূরে থাকেন অরিজিৎ। ছেলেকে মুম্বাই বা কলকাতার কোনও স্কুলে না পড়িয়ে নিজের জেলার স্কুলে ভর্তি করেছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি