বৃহস্পতিবার,২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গাইবান্ধায় দর্শক মাতাবেন জেমস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০২২

বিনোদন ডেস্ক:

লাইভ কনসার্টের মাধ্যমে আয়ের পুরো অর্থই বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখার কল্যাণে ব্যয় করার প্রত্যয়ে গাইবান্ধায় অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট। সেখানে গাইতে কিছুক্ষণ পর মঞ্চে উঠবেন নগর বাউল’খ্যাত সুপার রকস্টার জেমস।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা’র (পুসাগ) আয়োজনে এই কনসার্টে গাইবেন তিনি। আজ রোববার (৮ মে) বিকেল ৫টায় গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে লাইভ কনসাটটি অনুষ্ঠিত হবে।

পুসাগ পরিবার শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠন ও বিনোদন প্রেমিদের কিছুটা আনন্দ দিতে গাইবান্ধার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে ‘কনসার্ট স্টুডেন্টস ওয়েলফেয়ার ২০২২’ এর আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন জেমস ও তার ব্যান্ড দল নগরবাউল। এছাড়া অন্যান্য সংগীতশিল্পী ও অভিনয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মাতিয়ে তুলবে অনুষ্ঠানটি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠনের (পুসাগ) সহ-সভাপতি সিয়াম চৌধুরী জাগো নিউজকে জানান, ‘শিক্ষার্থীদের কল্যাণে মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করে আসছে পুসাগ। এই পরিবারের শিক্ষার্থীদের কল্যাণ তহবিল গঠনের উদ্দ্যেশ্যে আমরা লাইভ কনসাটটি করার উদ্যাগ নিয়েছি।

অনুষ্ঠানের মাধ্যমে যে অর্থ আয় হবে তার পুরো অর্থই বিশ্ববিদ্যালয়ের অসহায়-দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে। কনসার্টটি উপভোগ করতে হলে টিকিট সংগ্রহ করতে হবে। গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা, মাঠে স্ট্যান্ডিং টিকিট ৩০০ টাকা এবং মাঠে চেয়ার টিকিটের মূল্য ৫০০ টাকা।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের গাইবান্ধার শিক্ষার্থীদের সংগঠনের (পুসাগ) সভাপতি হুসাইন মোহাম্মদ জীম জানান, গাইবান্ধা জেলার এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে ২০২০ সালের ৮ আগস্ট দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ)। প্রতিষ্ঠার পর থেকেই মানবতার কল্যাণে ও মানসিক বিকাশে ১৯২টি কর্মসূচী সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি