শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সাংবাদিক পরিচয়ে ইয়াবা পাচারকালে আটক ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০২২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে অভিনব কায়দায় মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে কথিত সাংবাদিক মফিজুল ইসলামকে (৩৯) আটক করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ মে) ভোরে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

এসময় মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় ১০ হাজার ৫০ পিস অক্ষত এবং ২৫ গ্রাম ভাঙ্গা ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

আটককৃত মফিজুল ইসলাম দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাধুরিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ দিনাজপুর হতে কক্সবাজারে গিয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের ভিতর লুকিয়ে ইয়াবা পরিবহন করত। মুলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্যই সে সাংবাদিকতাকে তার পেশার মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করত এবং এই পদ্ধতি অবলম্বন করে সে দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি