বুধবার,২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কিডনি বেচাকেনায় জড়িত দালাল চক্রের সাত সদস্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০২২

ডেস্ক রিপোর্টঃ

জয়পুরহাট সদর ও কালাই উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে কিডনি বেচাকেনায় জড়িত দালাল চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। তিনি জানান, আটকরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটককৃতরা হলেন- জয়পুরহাটের কালাই উপজেলার থল গ্রামের সাহারুল ইসলাম (৩৮), উলিপুর গ্রামের ফরহাদ হোসেন চপল (৩১), জয়পুর বহুতি গ্রামের মোশাররফ হোসেন (৫৪), মোকাররম হোসেন (৫৪), ভেরেন্ডি গ্রামের শাহারুল ইসলাম (৩৫), দুর্গাপুর গ্রামের সাইদুল ফকির (৪৫) ও সদর উপজেলার হানাইল বম্বু গ্রামের সাদ্দাম হোসেন (৪০)।

পুলিশ সুপার মাছুম আহম্মদ ভুঞা বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ পাশের বিভিন্ন এলাকার নিরীহ, ঋণগ্রস্ত ও দরিদ্র মানুষদের ফুসলিয়ে তাদের কিডনি বিক্রি করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতভর অভিযান চালিয়ে কালাই ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, আটককৃতরা কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। কিডনি বেচাকেনা প্রতিরোধে দালাল চক্রের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি