শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


টিকটক করতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০২২

ডেস্ক রিপোর্ট:

নীলফামারীর সৈয়দপুরে বন্ধুদের সঙ্গে টিকটকে ভিডিও বানাতে গিয়ে নদীতে ডুবে মোস্তাকিম ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মে) সকালে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের দীঘলডাঙ্গি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তাকিম ইসলাম ওই এলাকার মো. মন্টু ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার ঢেলাপি এলাকার একটি সাবান কারখানায় শ্রমিকের কাজ করতো মোস্তাকিম ইসলাম। শুক্রবার কারখানা বন্ধ থাকায় কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সে টিকটকে ভিডিও বানাতে খড়খড়িয়া নদীতে যায়। দীঘলডাঙ্গি ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিলে সে ডুবে যায়। এসময় বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। না পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম জানান, ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি